ProfitClicking থেকে ইনকাম করুন

Earn Money From (Ad package ) ProfitClicking

সবাইকে আমার প্রথম অনলাইনে আয় বিষয়ক পরামর্শ  

গত কয়েক বছর যাবত শুধু একটা অনলাইন শেয়ার কোম্পানির নাম শুনতে ছিলাম। বুঝতাম না বিষয় টি কি রকম। একদিন শেয়ার কোম্পানির সাপোর্টে গিয়ে বিষয়টি সম্পর্কে জানতে চাইলাম। আমাকে খুব সুন্দর করে বুঝিয়ে দিল। কোম্পানির নামটি প্রকাশ করছি তা হচ্ছে, “Justbeenpaid বতমানে Profitclicking

Profitclicking  এর (Position) বতমানে “Ad Package হচ্ছে একটি ইউনাইটেড স্টেটসের জনপ্রিয় কোম্পানি, যাদের শেয়ার মানুষ ক্রয় করে লাভবান হচ্ছে। আমরা খবর নিয়ে দেখেছি যে, অনলাইনে বড় বড় ট্রেডার পর্যন্ত কোম্পানিতে যুক্ত আছেন

 পৃথিবীর একমাত্র আসল ওয়েবসাইট ProfitClicking যা আপনাকে 10$ ফ্রী দিবে। ভাবছেন তাহলে সবাইতো রাতারাতি বড়লোক হয়ে যেত। আর এই সাইট ফ্রী টাকা দিলে ওদের লাভ কি? ওদের লাভ Google Adsence , Google Analysis, SEO Ranking , Site Publication etc. 

ProfitClicking এর ইতিহাসঃ Profitclicking ২০০৪ সাল হতে যাত্রা শুরু করে এবং এমন সিস্টেম মেনে চলে যা কখনও লস খাবে না। Friderick Mann এটি তৈরি করেছেন (বতমানে Mark Man)এবং সবকিছু তিনি পরিচালনা করে থাকেন। Friderick Mann ১৯৯৭ সাল হতে পুরোপুরি অনলাইনে আয় করে আসছে। এটি একটি আমেরিকান অনলাইন ইনকামভিত্তিক কোম্পানি। পৃথিবীর কোন দেশে এর শাখা অফিস নাই। এমনকি বাংলাদেশেও নেই। সরাসরি মূল কোম্পানির সাথে যোগাযোগ করে ব্যবসা করতে হয়। এই কোম্পানি ২০০৪ সালে যাত্রা শুরু যে সিস্টেমে চলত তা সংশোধন করে পূনরায় ২০১০ সালে আর উন্নততর সিস্টেম চালু করে। যার ফলে ২০১০ সাল হতে এই কোম্পানিতে ব্যবসা করার সদস্য ব্যাপক হারে বেড়ে যায়। ProfitClicking কোম্পানি তাদের আমেরিকান Patent বা নীতিমালা অনুসারে ব্যবসার কাযক্রম  পরিচালনা করে থাকে। Profitclicking এর সকল আয়ের উৎস ট্রিপলারসহ লাইসেন্স করা হয়েছে। যা আপনি ইচ্ছা করলে  States Patent 6,578,010 এ ক্লিক করে দেখতে পারেন।

ওয়েবসাইড পর্যালোচনাঃ হাইপস্ট্যান্ট এর সাহায্যে দৈনিক ভিজিটর সংখ্যা, পেইজ Rank, ডোমেইন, ইতিহাস, বয়স (ProfitClicking বয়স ৭ বছর ৮ মাসের ও বেশি) সব দেখতে পাবেন। দেখুন Profitclickng হাইপস্ট্যান্ট এখারে ক্লিক করুন- এছাড়াও জাস্টবিনপেইডের আরও কিছু রিয়েল ডকুমেন্ট এই Hypestant লিংক ক্লিক করে দেখতে পারেন।

ProfitClicking থেকে কিভাবে আয় করবেনঃ ProfitClicking একাউন্ট খুলতে কোন টাকা লাগে না ফ্রি`তে একাউন্ট খোলা যায়। একাউন্ট খোলার সাথে সাথে কোম্পানি আপনাকে $১০ ডলার ফ্রি দিবে। যা দিয়ে আপনি প্রথমে ব্যবসা শুরু করতে পারবেন। তারমানে আপনার একাউন্টে $১০ ডলার জমা হবে। এটা দেওয়ার কারণ হল আপনি একাউন্ট খুলুন ফ্রি $১০ ডলার দিয়ে ব্যবসা শুরু করুন, ব্যবসার ইনকাম, ও অন্যান্য সিস্টেম গুলো বুঝুন।

ProfitClicking মূল আয়ের উৎস Ad Package । যে যত বেশি Ad Package ক্রয় করতে পারবে সে তত বেশি ইনকাম করতে পারবে।
Ad Package যা প্রতিটি দাম পড়বে $১০ ডলার এবং প্রতিটি Ad Package মেয়াদ হবে ৮১ দিন অর্থাৎ আপনাকে ২% হারে ৮১ দিন পর্যন্ত ইনকাম দিবে। উদাহরণঃ- আপনি যদি $১০০ ডলার দিয়ে ১০টি Ad Package ক্রয় করেন তবে প্রতিটি Ad Package প্রতিদিন ২% করে ৮১ দিন পর্যন্ত আপনাকে ইনকাম দিবে। অর্থাৎ ২%হারে $১০০ডলার=১০টি Ad Package দৈনিক $২ ডলার করে ৮১দিন পর্যন্ত আপনাকে আয় দিবে $১৬২ ডলার। আপনি ইনভেস্ট করেছিলেন $১০০ ডলার আর ইনকাম ১৬২ ডলার তাহলে আপনার আয় হল ($১৬২-$১০০) $৬২ ডলার কোন রকম কাজ ছাড়াই। হয়তো মনে হতে পারে ৮১ দিনে মাত্র $৬২ ডলার ইনকাম কিন্তু একটু ভেবে দেখুন তো $১০০ ডলার দিয়ে ১০টি Ad Package ক্রয় করে আপনি যদি কোন রকম কাজ ছাড়াই ৬২ ডলার ইনকাম করতে পারেন সেটা ভাল না খারাপ আর এটাও ভাবুন এই কোম্পানিটা থাকবে না প্রতরণা করে চলে যাবে। এ থেকে একটু হলেও আপনি বুঝতে পারছেন যে, আসলে কোম্পানিটাকে বিশ্বাস করা য়ায় কি না। আর আমরা এও জানি যে, জীবনে কিছু করতে হলে কিছু না কিছু রিস্ক নিতে হয়। সেটা মনে করে এর বিভিন্ন দিক পর্যালোচনা করে এই কোম্পানিতে ব্যবসা করা যায়।
Ad Package কি? Ad Package হল সবচেয়ে ছোট পরিমাণ বিনিয়োগ যা $১০ ডলার দিয়ে কিনতে হয়। আর $১০=১টি Ad Package। আপনাকে সবসময় Ad Package কিনতে হবে যা আপনার আয় হিসাব করবে। যে যত বেশি Ad Package ক্রয় করবে তার তত আয় বাড়বে। উপরে $১০০ ডলার=১০টি Ad Package একটি উদাহরণ দেওয়া হয়েছে। এখন আপনাদের ভালভাবে বুঝার জন্য আর একটি উদাহরণ নিম্নে দেওয়া হলঃ
উদাহরণঃ-
১টি Ad Package= $১০ ডলার
$১০×২%=০.২০ ডলার
$০.২০ ডলার × ৮১দিন= $১৬.২০ ডলার
(এখানে আপনার $৬.২০ ডলার লাভ, কারণ আপনার ইনভেস্ট ছিল $১০ ডলার)
এরকম আপনি যত Ad Package ক্রয় করবেন এভাবে ইনকাম করবেন।
আবার আপনি যদি
৪টি Ad Package= $৪০ ডলার (ফ্রি $১০ ডলার=১টি Ad Package)
$৫০×২%= $১ডলার (প্রতিদিন)
$১ ডলার × ৮১দিন= $৮১ ডলার
(এখানে আপনার $৪১ ডলার লাভ, কারণ আপনার ইনভেস্ট ছিল $৪০ ডলার)
কোন রকম কাজ ছাড়াই আপনি যত বেশি Ad Package বাড়াবেন তত বেশি আয়  করবেন।
প্রতিদিন সন্ধা ৬ টার পর কোম্পানি তাদের সদস্যদের ডলার দিয়ে থাকে।এছাড়াও আপনার ক্রয়কৃত Ad Packege গুলোর মেয়াদ ৭৫ দিন পূর্ণ হলে তা একটি ম্যাট্রিক্স তৈরি করে যা আপনার ইনকাম প্রতিদিন ২% ছাড়াও অতিরিক্ত ইনকাম দেয় তা নিম্নে দেওয়া হল।
এবার দেখা যাক আপনার ইনকাম ৩ গুন হয় কিভাবেঃ
যখন ৪ Ad Package কিনবেন= $৪০ ডলার দিয়ে
Ad Package × ২% প্রতিদিন × ৭৫ দিন=$৬০ ডলার
Ad Package= ১টি Synergy Surf Matrix Spot= $৬০ ডলার
আবার, ২% হতে $৬০ ডলার+১টি Synergy Surf Matrix Spot হতে $৬০ ডলার= ১২০ ডলার
$১২০ ডলার/$৪০= ৩ গুন- স্বাগতম আপনার আয় তিন গুন হয়েছে।
আমার সাথে জয়েন করুন সব ধরনের সাহায়্য করব
মোবাইল নং-০১৯৬১৮৬২৮৫১
ProfitClicking রিফারেল কমিশনঃ
১০% ১ম লেভেল এবং ৫% ২য় লেভেল
কেউ ২০০ ডলার ইনভেস্ট করলে আপনি পাবেন ২০ ডলার
যে যত বার Ad Package কিনবে তার ১০% পাবেন আপনি।
জয়েন করুন আমার সাথে সকল সাহায়্য করব।
গাইডের জন্য যে কোন সময় ফোন করতে পারেন
মোবাইল নং-০১৯৬১৮৬২৮৫১
ProfitClicking আয় বৃদ্ধি করার কৌশলঃ ২% হিসাবে যে ইনকাম হবে তা পুনরায় ইনভেস্ট করতে হবে, যা নতুন করে ২% ইনকাম দিবে। মনে করুন আপনি $২০০ ডলার দিয়ে ২০টি Ad Package ক্রয় করলেন তাহলে ২% হিসেবে পাবেন দৈনিক $৪ ডলার। কিন্তু ৩য় দিন হবে $১২ ডলার, এখন এটা আবার ইনভেস্ট করুন ($১০ ডলার দিয়ে ১টি Ad Package কিনুন) তাহলে দৈনিক ইনকাম হবে $৪.২০ ডলার। এভাবে ইনকাম পূনরায় ইনভেস্ট করবেন (Ad Package কিনুন) আপনার আয় দৈনিক বাড়াবেন। এখন যদি আপনি মনে করেন যে, আমি ৭০% ইনকাম ইনভেস্ট করব আর ৩০% উত্তোলন করব। তাহলেও করতে পারেন। এটা আপনার ব্যাপার তবে ভবিষতে আরও বেশি ইনকাম করতে চাইলে আপনি Ad Package বাড়াবেন আয় বৃদ্ধি পাবে। সে ক্ষেত্রে ডলার উত্তোলন না করে পূনরায় ইনভেস্টে পজিসন Ad Packege ক্রয় করাই ভাল।
উদাহরণঃ-
গাছ লাগান> বড় করুন> যত্ন নিন= ফল খান এবং গাছ কাটবেন না। তেমনি- ইনভেস্ট করুন(Ad Package কিনুন)> যা আয় হবে তা দিয়ে পূনরায় Ad Package কিনুন> একাউন্টে ডলার বেশি হবে>ইনকাম বেশি হবে= এবার ইনকামের কিছু অংশ তুলুন এবং ভবিষতে আরও বেশি ইনকাম করার জন্য বাকি অংশ দিয়ে Ad Package ক্রয় করুন।
তবে সবসময় চেষ্টা করবেন নিজের ইনভেস্টটুকু আগে তোলার জন্য এতে করে আপনার সন্দেহ টা দুর হবে। আপনার লস হবে না। এরপর কোম্পানি যত দিন থাকবে আপনি তত দিন ইনকাম পাবেন। গত ৭ বছর ৫ মাসেরও বেশি সময় ধরে ইনকাম দিয়ে আসছে এ কোম্পানি তাই ১০০% না হলেও ৯৯% বিশ্বাস করা যায়।
টাকা কিভাবে উত্তোলন করবেনঃ- আপনি আপনার ইনকাম
                      1. Alertpay/Pazea (ব্যাংক সাপোট)
                      02. Egopay
                      03. LivertyReserve
                      04. Perfect Money
                      05. Solid Trust  
এর মাধ্যমে বাংলাদেশের যে কোন ব্যাংক হতে আপনার ইনকাম উত্তোলন করতে পারবেন (যে ব্যাংকে আপনার একাউন্ট করা থাকবে) তার মধ্য হতে এলার্টপে সবচেয়ে ভাল, যা  বাংলাদেশে বেশি ব্যবহার হচ্ছে। কারণ Alertpay কে গত কয়েক মাস আগে বাংলাদেশ ব্যাংক বাংলাদেশ সরকার অনুমিত প্রদান করেছে। তাই এটাই সবোত্তম। তবে মনে রাখবেন কোন কোম্পানিতে জয়েন করার আগে তার বিভিন্ন দিক পর্যালোচনা করে তাদের আইনী ডকুমেন্ট, প্যাটেন্ট, হাইপস্ট্যান্ট, ইতিহাস দেখে একাউন্ট করবেন জয়েন করবেন।  

ProfitClicking এর সকল ডকুমেন্ট ইনকাম সর্ম্পকে জানার পর যদি আপনার ভাললাগে তাহলে আপনি একটি একাউন্ট খুলতে পারেন। ভাল না লাগলে খুলবেন না। এটা আপনার ব্যাপার। জয়েন করতে চাইলে
আমার সাথে জয়েন করুন সব ধরনের সাহায়্য করব
মোবাইল নং-০১৯৬১৮৬২৮৫১
এখনি জয়েন করুন এই ঠিকানায়


আপনি সেই পরিমাণ ইনভেস্ট করে Ad Package কিনবেন যে পরিমাণ আপনি করতে পারবেন। তবে বেশি ইনভেস্ট করলে বেশি লাভ কিন্তু আগে ব্যবসা সর্ম্পকে বুঝেন। তারপর বেশি করে ইনভেস্ট করে Ad Package ক্রয় করাই ভাল
আমি কি ProfitClicking বিশ্বাস করতে পারি?

যেহেতু ProfitClicking কোম্পানি তাদের আমেরিকান Patent বা নীতিমালা অনুসারে ব্যবসার কার্যক্রম  পরিচালনা করে থাকে এবং ২০০৪ সাল হতে ব্যবসা করে আসছে। Profitclicking এর সকল আয়ের উৎস ট্রিপলারসহ লাইসেন্স করা হয়েছে সেহেতু আপনি Profitclicking কে বিশ্বাস করতে পারেন। তাই আপনি ProfitClicking এ জয়েন করবেন যদি ইনকাম সিস্টেম বুঝতে পারেন।
undefined




আপনার ডলার ১০০% নিরাপদ। কারণ এরা গত ২০০৪ সাল হতে কোন প্রতারণা করে নাই। এরা একটি ক্যালকুলেশন অনুসরণ করে যা এদের সব সময় টিকিয়ে রাখে। আপনি গুগুলে যান এবং ProfitClicking সম্পকে খুজুন কোন প্রতারণা পাবেন না বা দেখুন কেউ হয়েছে কি না। আপনি কোন দিন খুজে পাবেন যে এরা ডলার দেয় নাই। এদের র্যং দেখুন।
http://www.alexa.com/siteinfo/www.justbeenpaid.com

এই ব্লগ সাইট টি আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করুন এবং তাদেরকে অনলাইনে ইনকাম সম্পকে পরিচয় করিয়ে দিন।
ধন্যবাদ

Facebook ও Twitter থেকে ইনকাম করুন

Facebook ও Twitter থেকে ইনকাম করুন

আর ঘরে বসে না থেকে এবার আয় করুন Facebook ও Twitter এর মাধ্যমে!

Facebook এ বসে শুধু সময় নষ্ট করবেন? নাকি আপনার FacebookTwitter একাউন্টের মাধ্যমে কিছু Euro কামাবেন?
হ্যাঁ. এখন আপনি চাইলে আপনার Facebook এবং Twitter একাউন্টের মাধ্যমে কিছু Euro কামাতে পারবেন। আপনাকে আজ এমন একটি সাইটের সাথে পরিচয় করিয়ে দিব যার মাধ্যমে আপনি এই ইউরো কামাতে পারবেন। সাইটটির নাম হচ্ছে 

Fanslave. শুধুমাত্র Like & Follow এর মাধ্যমেই আপনি দিনে ২০ মিনিটের চেয়ে কম কাজ করে .50 ইউরো আয় করতে পারবেন আপনি ১৫ ইউরো হলেই PayPal বা Alertpay এর মাধ্যমে Pay out করতে পারবেন আর আপনারা জানেন যে, ১ ইউরো সমান ১১০ টাকা তবে আর দেরি কেন?
***তবে আর দেরি কেন? আজই Register করে আয় শুরু করে দিন

রেজিস্ট্রেশন পদ্ধতি:
প্রথমে এখানে ক্লিক করে Click here
রেজিস্ট্রেশন করুন
নিচের চিত্রগুলো অনুসরন করুন-




এখানে Name, Username, E-mail, Password সঠিকভাবে লিখুন তারপর ‘I ACCEPT. CREATE MY ACCOUNT’ বাটনে ক্লিক করে রেজিস্ট্রেশন করুন
রেজিস্ট্রেশন হওয়ার পর আপনি Credits 50 অর্থাত Cash 0.25 Euro বোনাস পাবেন (এখানে 2 Credit = 0.01 Euro)


রেজিস্ট্রেশনের পর নিচের ধাপ গুলো অনুসরন করুন:-
১ম ধাপ:
রেজিস্ট্রেশন করার পর আপনার Facebook এবং Twitter একাউন্টের সাথে Connect করুন। এজন্য নিচের চিত্রগুলো অনুসরন করুন-


উপরের ছবিতে দেখানো স্থানে ক্লিক করলে একটি নতুন পেজ ওপেন হবে তারপর Go to App বাটনে ক্লিক করুন



*একই ভাবে আপনি Account Overview পৃষ্টা থেকে Twitter-এ অনুসরন করতে পারেন।


*আপনার একাউন্টটি সঠিকভাবে কানেক্ট হলে নিচের চিত্রের মত দেখাবে



উপরের ছবিতে দেখা যাচ্ছে Connected Facebook Account Twitter এর পাশে আমার নাম দেখাচ্ছে যদি এখানে আপনার নাম দেখা না যায় তবে বুঝতে হবে সঠিকভাবে কানেক্ট হয়নি সেক্ষেত্রে এখানে ক্লিক করে তা কানেক্ট করতে হবে

*এখন আপনার রেজিস্ট্রেশন পুরোপুরি শেষ হল এবার আপনি আয় করার জন্য প্রস্তুত

যেভাবে আয় করবেন:
প্রথমে Fanslave এ আপনার UsernamePassword দিয়ে Login করুন তারপর, Your Account মেনু থেকে Facebook Overview অথবা Twitter overview তে ক্লিক করুন নিচের চিত্রটি দেখুন-

তারপর নিচের চিত্রের মত একটি পেজ আসবে


উপরের চিত্রে দেখানো এগুলো একেকটি ফেসবুক ফ্যান পেজ এখানে ক্লিক করে ওপেন করে Like বা Follow করুন সবগুলো পেজ Like বা  Follow করা হয়ে গেলে Upbate বাটনে ক্লিক করুন
**মনে রাখবেন Upbate বাটনে ক্লিক না করলে কিন্তু আপনার একাউন্টে Cash জমা হবে না নিচের চিত্রটি দেখুন-


Update দেয়ার পর দেখবেন আপনার একাউন্টে Cash জমা হয়ে গেছে
*এভাবে প্রতিদিন ২-৩ বার একাউন্টে ঢুকে পেজ লাইক করবেন

রেফারেলের মাধ্যমে আয়:
আছে আয় করার জন্য ১৫% রেফারেল ইনকাম আপনার রেফারেল লিংকের মাধ্যমে যারা জয়েন করবে, তারা যত ইউরো আয় করবে আপনি পাবেন তার পুরো আয়ের ১৫% প্রচুর পরিমানে আয় করার জন্যে এটা একটা বড় সুযোগ নয় কি?
আমি এখানে একটি হিসাব দিচ্ছি- মনে করুন, আপনি ৫০ জনকে রেফার করলেন এবং তারা প্রত্যেকে মাসে ৩০ ইউরো করে আয় করছে তাহলে আপনার আয় দাড়াল (৫০*৩০=১৫০০)১৫% সমান ২২৫ ইউরো বা (২২৫*১১০=২৪৭৫০) ২৪৭৫০ টাকা প্রতি মাসে অতিরিক্ত আয় আপনি যদি আরও বেশি রেফার করতে পারেন, তাহলে তো আরো অনেক বেশি ইনকাম আর আপনার নিজস্য আয় তো থাকবেই এত সহজে এরকম আয় করার সুযোগ আর কোথাও কারো জানা আছে কি??????? অনেকে প্রশ্ন করতে পারেন যে, এত তারাতারি এত রিফার করব কিভাবে? আমি বলব, যেকোন ধরনের আয় করতে হলে প্রথমে কম কম আয় করে হলেও দু-এক মাস কাজ করার পর আপনি প্রচুর পরিমান আয় করতে পারবেন উল্লেখ্য, প্রথম প্রথম আপনি খুব বেশি পেজ পাবেন না তাই প্রথমে আপনি খুব বেশি আয় করতে না পারলেও কাজ চালিয়ে যান যখন আপনার Fan Rank বাড়বে সাথে সাথে আপনার আয়ও বাড়বে, প্রথমে আপনার Fan Rank 01 ( One) থাকবে, যা পরবর্তীতে 10 (Ten) পর্যন্ত বাড়বে তবে তার জন্য আপনার রেফার বাড়াতে হবে এবং Facebook এর ফ্রেন্ড সংখ্যাও বাড়াতে হবে রেফার না বাড়ালে Fan Rankও বাড়বে না, আর Fan Rank না বাড়লে আয়ও বাড়বে না সুতরাং যত বেশি রেফার তত বেশি আয়
***তবে আর দেরি কেন? আজই  করে আয় শুরু করে দিন


Fanslave থেকে অন্যান্ন সুযোগ সুবিধা: এখান থেকে আপনি উপার্জন ছাড়াও অন্যান্ন সুযোগ-সুবিধা পেতে পারেন যেমন- আপনার যদি একটি ফেসবুক ফ্যান পেজ থাকে তাহলে আপনি কিছু ক্রেডিটের বিনিময়ে আপনার পেজের লাইক বাড়িয়ে নিতে পারেন এছাড়াও রয়েছে অন্যান্ন সুযোগ-সুবিধা যা আপনি তাদের সাইট ভিসিট করলেই জানতে পারবেন

টাকা উত্তোলন:  আপনার একাউন্টে মাত্র ১৫ ইউরো হলেই আপনি তা এলার্টপে বা পেপালের মাধ্যমে উত্তোলন করতে পারবেনওহ ভাল কথা, আপনাকে টাকা তুলতে হলে payza(সাবেক Alert pay) অ্যাকাউন্ট থাকতে হবে।
 
সাইনআপ করুন

Earn Money from Microworkers

Microworkers থেকে ইনকাম করুন

এবার নিজেই হয়ে উঠুন নিজের মতো with Microworker

ফ্রিল্যান্সিং করে কাজ করার কথা আমরা অনেকেই শুনেছি কিন্তু সত্যি কথা হচ্ছে নতুন ফ্রিল্যান্সার হলে সফলতা পেতে কিছু সময় লাগে । কারণ, এসব সাইটে একটি কাজের জন্য অনেকেই বিড/আবেদন করেন। বায়ার শুধুমাত্র একজনকে নির্বাচিত করেন। এক্ষেত্রে নুতন ফ্রিল্যান্সারদের কাজ পেতে বেশ কিছুদিন অপেক্ষা করতে হয়। অনেকে ধৈর্য হারিয়ে ফ্রিল্যান্সিং ছেরে দেন। (অবশ্য সঠিক গাইডলাইন ও আন্তরিক প্রচেষ্টা থাকলে এসব সাইটেও সফল হওয়া সম্ভব) অনেকেই আবার মনে মনে ভাবেন ইস্, যদি বিড ছাড়াই কাজ পাওয়া যেত !!! হ্যাঁ, আজকে আপনাদের সামনে এমনই একটি মার্কেটপ্লেস সম্পর্কে বলব, যেখানে কাজ পেতে কোন বিড করতে হয় না।
যে কোন মূহু্র্তে ফ্রি রেজিস্ট্রেশন করে কাজ শুরু করে দিতে পারেন। উপরোন্ত, উক্ত সাইটে সাইন আপ করলেই পাবেন ১ ডলার। সাইটটির নাম
 http://microworkers.com

 এটি অত্যন্ত নির্ভরযোগ্য একটি সাইট। বাংলাদেশের অনেকেই সাইটে সফলতার সাথে কাজ করে হাতে টাকাও পেয়েছে।
সাইটের কাজগুলো ছোট ছোট খুবই সহজ। ডাটা এন্ট্রি টাইপের কাজ। খুবই অল্প সময়ে আপনি উপার্জন করতে পারেন ভাল পরিমান কিছু অর্থ, যা আপনাকে লক্ষ লক্ষ টাকা এনে দিতে না পারলেও যারা নুতন ফ্রিল্যান্সার, এখনও কম্পিউটারের বিভিন্ন কোর্সে পরিপূর্ণ দক্ষ হতে পারেননি, তারা অনলাইন আয়ের জগতে কিছুটা পদচারণা শুরু করতে পারেন। আর এখানে মোটামুটি পরিশ্রম করলেই আপনার সফলতার সম্ভাবনা ............................. 

নিয়মাবলী:
. একটি কাজ মাত্র একবার করতে পারবেন, তবে প্রতিদিন পাবেন নতুন নতুন অনেক কাজ।
. প্রতিটি কাজের সাথে দেয়া থাকবে নির্ধারিত সময়, যে সময়ের মধ্যেই আপনার কাজকে সমাপ্ত করতে হবে।
. প্রথমে ৫টি কাজ করে আপনার সফলতা যদি ৭৫% এর নিচে থাকে তবে আপনি -৩০ দিনের মধ্যে কাজ করতে পারবেন না।
. আয়ের পরিমান ডলার পূর্ন হলেই চেক, মানিবুকার্স, পেপাল এবং এলার্টপে এর মাধ্যমে টাকা তোলা যায়। এক্ষেত্রে গুগল এ্যাডসেন্সের মত আপনার ঠিকানাকে প্রথমে ভেরিফাই করা হবে একটি পিন নম্বর পাঠানোর এর মাধ্যমে। যা পরবর্তীতে সাইটে জমা দিতে হবে।
. টাকা উত্তোলনের সময় চেকের ক্ষেত্রে .৫০ ডলার, পেপালের ক্ষেত্রে %, মানিবুকার্স এবং এলার্টপে পদ্ধতিতে .% ফি দিতে হয়।

এলার্টপে একাউন্ট খুলার জন্য এখানে ক্লিক করুন। 

MoneyBookers একাউন্ট খুলার জন্য এখানে (www.MoneyBookers.com ক্লিক করুন।
. সাইটে যে কাজ করবে সে Worker এবং যে কাজ দিবে তাকে Employer হিসেবে আখ্যায়িত করা হয়।
. সাইটে কাজ করতে প্রথমে আপনাকে রেজিষ্ট্রেশন করে করতে হবে। রেজিষ্ট্রেশনের জন্য ক্লিক করুন।

www.microworkers.com

কার্যাবলী:
.
লগইন করে সাইটে প্রবেশ করুন।
. যদি আপনি নতুন ইউজার হন তবে নিউ বাটনে ক্লিক করে নতুনদের জন্য নির্ধারিত কাজগুলো ওপেন করুন।
. কাজের বিস্তারিত বর্ননা দেখতে নিচের কাজগুলো থেকে যেকোন একটি কাজে ক্লিক করুন।
. এখানে পূর্বে কত জন কাজটি নিয়েছে, কাজটি করতে কত সময় লাগবে, কাজটি সফলভাবে করতে পারলে কত পরিশোধ করা হবে, ইত্যাদি সম্পর্কে শুরুর দিকে বলা হয়েছে।
. কিভাবে কাজটি করতে হবে সম্পর্কে পুরো ব্যাখ্যা দেয়া হয়েছে “What is expected from workers?” অংশে। মূলত এখানে কাজের বিস্তারিত বর্ননা করা হয়েছে, যা ভালভাবে বুঝে কাজটি সমাপ্ত করতে পারব এরকম মনে হলে “I accept this job ” নিচের অপশনে ক্লিক এর মাধ্যমে কাজটি নেয়া যাবে। “I accept this job” এখানে ক্লিক করলে একটি ঘর পাওয়া যাবে যেখান কাজের সত্যতার প্রমান সাবমিট করতে হবে। আর এই সত্যতার প্রমান দিতে হবে Employer এর ইচ্ছে অনুযায়ী, যেটি সে জানিয়ে দিয়েছে “Required proof that task was finished?” এই অংশে। কাজটি করতে পারব না এমন মনে হলে Not interested in this job ক্লিক করে বের হয়ে আসুন।
কাজের ধরণ:
. Signup: কাজটি অত্যন্ত সহজ একটি কাজ। এখানে একটি সাইটের ঠিকানা দেয়া থাকবে সেখানে গিয়ে রেজিষ্ট্রেশন করতে হবে। ব্যাস কাজ শেষ, তবে আমাদের দেশে বেশিরভাগ শেয়ারিং আইপি ব্যবহৃত হয় বলে কাজটি সমাপ্ত করতে সমস্যা হতে পারে। আপনার আইপি দেখে নিন।
. Twitter: টুইটারে যদি আপনার একটি একাউন্ট থাকে তবে আপনি এক্ষেত্রে কাজ করতে পারবেন। হতে পারে আপনার টুইটার পেজে একটি রিভিউ লিখতে হবে পাশাপাশি তাদের একটি লিংকও রিভিউ এর মধ্যে দিতে হতে পারে। তবে সবটাই নির্ভর করবে Employer এর চাহিদার ওপর।
. Blog/Website Owners: আপনার যদি একটি নিজস্ব ওয়েব সাইট থাকে এবং আপনি যদি নির্দিষ্ট বিষয়ের ওপর article লেখার জন্য যোগ্যতা সম্পন্ন হয়ে থাকেন তবে আপনি কাজটি খুব সহজেই করতে পারবেন। আর একটি ৫০ শব্দের আর্টিকেল লিখে পেতে পারেন $0.25 – $0.80 ডলার।
. Text-link required: কাজটি করতেও বেশিরভাগ ক্ষেত্রে নিজস্ব ওয়েব সাইট দরকার হয়ে থাকে। তবে কাজটি অত্যন্ত সহজ। Employer এর চাহিদা অনুযায়ী আপনার সাইটে একটি লিংক ব্যবহার করলেই কাজ শেষ। এক্ষেত্রে বেশিরভাগ Employer PR1 কিংবা তার ওপরে অবস্থানকৃত সাইট চায়। দেখে নিন আপনার সাইটের পেজ ্যাংক ক্লিক করুন।
. Yahoo Answers: ইয়াহু এর একটি সাইট হচ্ছে ইয়াহু এ্যান্সার। এখানে বিভিন্ন প্রশ্নের এ্যান্সার করে লেভেলকে বৃদ্ধি করা যায়। সাধারনত Employer কাজের জন্য লেভেল টু আছে এমন ব্যক্তিদের খোঁজ করে। এখানে প্রশ্নের answer এর মধ্যে Employer এর নির্দিষ্ট লিংক দিতে বলা হয়।
. Forums: এক্ষেত্রে একটি ফোরাম সাইট খুঁজে বের করতে হবে। তবে সাইটের বিষয়বস্তু অবশ্যই Employer বলে দিবে। এই সাইটে রেজিষ্ট্রেশন করে তাদের একটি লিংক Signature হিসেবে ব্যবহার করতে হবে। পাশাপাশি কিছু কমেন্টও লিখতে হতে পারে।

পরামর্শ:

. একটি কম্পিউউটার থেকে একটি একাউন্ট করাটাই ভাল।

. কখনো ৫টি কাজে সফলতার হার ৭৫% এর নিচে নেমে গেলে দু-চার দিন অপেক্ষা করে আবার চেষ্টা করা যেতে পারে।

. যে সকল কাজে আইপি এড্রেস দিতে হয় বা এক আইপি থেকে দুবার ব্যবহার করা যাবে না সে সব কাজ না করাই ভাল যেমন: sign up কারন, আমাদের দেশে টেলিকম এর মাধ্যমে ব্যবহৃত ইন্টারনেট এর আইপি শেয়ারিং করা হয়ে থাকে।

উপরের সকল বিষয়গুলো ভালভাবে বিবেচনা করে যদি কাজ শুরু করেন তবে অবশ্যই একটা ভাল ফলাফল পাবেন।

এই সাইটের কাজের রেট $.১০ থেকে $.০০ পর্যন্ত যদিও এর কোন লিমিট সাইট কতৃপক্ষ ধরে দেয়নি তবে কাজগুলো ধরনই এমন যে রেট বেশী হয় না। বেশীরভাগ কাজই $ ডলারের নিচে পাবেন। তাই এই সাইট থেকে আপনি অনেক আয় করতে পারবেননা। তবে যেহেতু আমরা ফ্রিল্যান্সার তাই আয়ের কোন অংশই আমরা ছাড়তে রাজি না যদি বুঝতে পারি সাইটটি থেকে অর্থ পাওয়া যাবে। এই সাইটটি খুব একটা পুরাতন নয় তবুও আমাদের দেশ থেকে অনেকেই এই সাইট থেকে আয় করেন। তবে একেবারে খারাপ না। আপনি যদি বুঝে রেগুলার এখানে কাজ করে থাকেন তাহলেও মাসে এই সাইট থেকেই $৫০ থেকে $২০০ আয় করতে পারবেন। আর যারা অনলাইন আয়ে একেবারে নতুন তারাও অন্তত তার মাসের ইন্টারনেট বিলটা সাথে মোবাইল বিলটাও এই সাইট থেকে আয় করতে পারেন। যাদের একাধিক গার্লফ্রেন্ড আছে তাদের মোবাইল বিলের ব্যাপারে আমি সিউরিটি দিতে পারছিনা।

তবে যারা অন্যান্য ফ্রিল্যান্সিং সাইটথেকে আর্ন করছেন কিংবা /৪টা কাজ করেছেন কিন্তু এখানো কাজ পাচ্ছেননা তারা এই সাইটকে অত গুরুত্ব না দিয়ে ফ্রিল্যান্সিংয়ের অন্যান্য সাইটে বেশী সময় দেন। বিশেষ করে ফ্রিল্যান্সার এবং ওডেস্কে। এসব যায়গায় আপনি হয়তো একটি কাজেই আয় করতে পারবেন $৩০০ থেকে $৫০০। এর পর হাতে সময় থাকলে এই সাইটে কাজ করতে পারেন। তবে নতুনদের জন্য তো বটেই পুরোনোদের জন্যও এই সাইটে অনেক শিখার বিষয় আছে। এখানে কাজের মাধ্যমে আপনি অনেক কিছুই শিখতে পারবেন যা অনলাইন আয়ের ক্ষেত্রে আপনার নিজেরও অনেক কাজে লাগবে। অনলাইন আয়ের মার্কেটিংয়ের সকল ক্ষেত্রেই এই সাইটে কাজ পাওয়া যায়। এতে আপনি নিজেই কাজটি শিখলেন আর প্রতিদিন অনলাইন মার্কেটিয়েংর নতুন নতুন পদ্ধতি জানতে পারলেন। হাতে কলমে যে সকল কাজ করা হয়, সেসব জায়গায় দেখা যায় প্রথম প্রথম লোকজন বিনা বেতনে চাকুরি করে। তার আসলে প্রথমে টাকার প্রয়োজন নেই কিন্তু কাজটা শিখা প্রয়োজন। আর এই সাইটে কাজ শিখার পাশাপাশি আমরা বাড়তি আয়ও করার সুযোগ পেয়েছি।

তো এখান থেকে শুরু  করুন www.microworkers.com তারপর এন্টার চাপুন। কিছুক্ষনের মধ্যেই আপনি পৌঁছে যাবেন মাইক্রোওয়ার্কাস সাইটটিতে। সাইটটি কিছুক্ষনের জন্য দেখুন। প্রথমেই আপনার চোখে পড়বে এর সাদামাটাভাব। সাইটটির প্রথম পেজে যা তথ্য আছে তাতে সাইটটিতে কি হয় তা এক নজরে বুঝা যায়। সাইটটিকে প্রধানত দুই ভাগে ভাগ করা হয়েছে।

) Employers যার শেস্নাগান হচ্ছে post a micro job:নাম শুনেই আপনারা নিশ্চয়ই বুঝে গেছেন এটার কাজ কি? হাঁ আপনি নিজেই এখানে অনলাইন মার্কেটিংয়ের যে কোন কাজ দিতে পারবেন যা এই সাইটের ওয়ার্কাসরা সম্পন্ন করবে।

) Workers যার যার শেস্নাগান হচ্ছে get paid to do micro jobs: অর্থাএখানে ক্ষুদ্র ক্ষুদ্র কাজ করে টাকা আয় করুন। আমাদের মূল লক্ষ হচ্ছে এটি।


চলুন যটপট সাইটটির সদস্য হয়ে যাই। সাইটটিতে রেজেস্ট্রেশন করা একদম সহজ। যারা ফেসবুকে একাউন্ট করতে পারেন তারা নিজে নিজেই এখানে একাউন্ট করতে পারবেন। ফেসবুকের কথা যখন আসলই তাখন বলে রাখি সবাই ফেসবুকে আজই একটি একাউন্ট খুলে রাখুন এবং বন্ধু তৈরীতে ঝাঁপিয়ে পড়ুন। বর্তমানে আপনার আসল বন্ধুরা কোথায় আছে তা না খুঁজে ডিজিটাল বন্ধু তৈরী করুন অন্তত ,০০০ বন্ধু। আপনার আসল বন্ধুরা কাজে না আসলেও এই ফেসবুকের ডিজিটাল বন্ধুরা অনেক কাজে আসবে।

কি ভাবছেন? এই যুগে ইন্টারনেট চালায় আর ফেসবুক একাউন্ট নেই এমন লোক আছে? তাহলে আমি খামাখা কেন ফেসবুক একাউন্টের কথা বলতেছি। পরিস্কার করে বলি- আপনার যদি ফেসবুক একাউন্ট থেকে থাকে তাহলে সেখানে নিশ্চয়ই আপনার ফ্যামিলি ম্যাম্বার, আপনার সত্যিকারের ফ্রেন্ড, অন্তত মোবাইল যুগের কিছু মোবাইল মার্কা ফ্রেন্ড কিংবা আপনার শুভাকাঙ্খি রয়েছে। তাদের বিরক্ত করতে না চাইলে নতুন আরেকটা একাউন্ট খুলুন। এখানে যাকে পান তাকেই ধরে বন্ধু বানান।

মাইক্রোওয়ার্কাসের ওপেন করা পেজটির উপরের ব্যানারের নিচে মাঝখান থেকে Register for free বাটনটিতে ক্লিক করুন। এখানে রেজেস্ট্রেশন করা একদম ফ্রি, রেজেস্ট্রেশন করলে অপনার একাউন্টে তারা $ ডলার জমা করে দিবে (আপনার ব্যাংক একাউন্ট নয়, মাইক্রোওয়ার্কাসের একাউন্টে)

পরের পেজটিতে আপনার একাউন্ট তথ্য দেন। প্রথম ঘরে আপনার পুরো নাম দিন। -মেইল-এর ঘরে আপনার ইমেইল এড্রেস দিন। তারপরের ঘরে সাইটটির জন্য একটি পাসওয়ার্ড দিন (অবশ্যই আপনার ইমেইল পাসওয়ার্ডের চেয়ে ভিন্ন পাসওয়ার্ড দিবেন) তারপর কান্ট্রি অব রেসিডেন্স ঘরে বাংলাদেশ সিলেক্ট করে Submit বাটনে ক্লিক করুন।

পরের পেজটি একটি কনফার্মেশন পেজ এখানে লেখা আছে যে আপনার ইমেইল একাউন্টে একটি ভেরিফিকেশন ইউআরএল পাঠানো হয়েছে ইমেইল যাচাইয়ের জন্য। আপনি যদি ইমেইলটি না পেয়ে থাকেন তাহলে স্পাম অথবা বাল্ক ফল্ডারে খুজ্বেঁ দেখুন।

ইমেইলটি ওপেন করুন। দেখুন ক্লিক হেয়ার এর নিচে একটি লিংক দেওয়া আছে। লিংকটিতে ক্লিক করুন। ব্যাস আপনার একাউন্ট হয়ে গেছে। দেখুন সাইটের উপরের ব্যানারের নিচের দিকে কিছু তথ্য আছে। বামদিকে পর্যায়ক্রমে আপনার নাম, ইমেইল এড্ড্রেস এবং আপনার আয়ের ব্যালেন্স দেখাচ্ছে। ব্যালেন্সের ঘরে তাদের কথা মত ৳১ডলার জমা হয়ে গেছে। দেখুন অনলাইনে আয় কত সহজ, আপনি তাদের সদস্য হয়েছেন বলে তারা আপনাকে অর্থ দিচ্ছে। আর ডানদিকের তথ্যগুলোর অর্থ আপনি কিছুক্ষন পরে বুঝবেন।

এখানে কিছু করার পুর্বে সাইটটির মেনুবার থেকে My Account মেনুটিতে ক্লিক করুন। ওপেন হওয়া পেজটিও দুটি ভাগে ভাগ করা বাম পাশে কন্টাক্ট ডিটেইলস এবং ডানদিকে ইমেইল এড্ড্রেস এবং পাসওয়ার্ড আছে। বামদিকে একটু উপরে দেখুন আপনার ফ্রি পাওয়া $ দেখাচ্ছে এবং তার নিচে লাল রংয়ে লেখা আছে Address not yet submitted এবং কন্টাক্ট ডিটেইলস ঘরে শুধু আপনার নাম এবং দেশের নাম আছে। বাকি তথ্য দেওযার জন্য লাল রংয়ের লেখার পাশে Edit Address লেখা লিংকে ক্লিক করুন। পরের পেজটি এড্ড্রেস এডিট করার পেজ। এখানে আপনার পুরো ঠিকানা দিন যে ঠিকানায় আপনি চিঠি গ্রহন করতে পারেন। কারন এখান থেকে আয়ের টাকা প্রথম তোলার সময় তারা আপনার ঠিকানায় পিন নাম্বার সহ একটি চিঠি পাঠাবে।

আপনার একাউন্ট রেডি হয়ে গেছে। এবার কাজের সময়। তাই কথা না বাড়িয়ে কাজ শুরু করে দেই-

Available jobs: আমি আগেই বলেছি সাইটটির আউটলুকিং সাদামাটা। আপনি এর সবকিছু সহজেই বুঝতে পারবেন। অনলাইন আর্নিংয়ে একদম নতুন যারা তারাও এখানে কাজ করতে পারে শুধুমাত্র এর সহজ উপস্থাপনার জন্য। কাজ শুরু করার জন্য Available jobs মেনুটিতে ক্লিক করুন। এখানে বর্তমানে চলতে থাকা আর আপনার জন্য প্রযোজ্য কাজের একটা লিস্ট আছে।

এই পেজটির প্রথম দিকে বর্তমানে কতটি কাজ আছে তা দেখাচ্ছে। ডান কলামের ছবিটিতে দেখুন ৫৮টি কাজ রানিং আছে বলা আছে। তার নিছে একটা সাবধান বানী আছে যে, আপনি শুধু সেই কাজগুলোই একসেপ্ট করবেন যে কাজ গুলি করা আপনার পক্ষে সম্ভব। এসাইটে আপনার কাজের দুইটি ফলাফল পাওয়া যায়। হয় কাজটিতে আপনি সফল হবেন অথবা আপনার কাজটি ভুল হবে। কাজটি সঠিক ভাবে সম্পন্ন হলে বায়ার আপনাকে সেটিসফাইড মার্ক দিবে আর আপনার একাউন্টে কাজের পারিশ্রমিক যোগ হবে। আপনার কাজটি সঠিক না হলে বায়ার আনসেটিসফাইড মার্ক দিবে। আনসেটিসফাই মার্ক কে আমি বলি লাল কার্ড। আর এরকম তিনটি মার্ক পেলে অর্থাতিনটি লাল কার্ড পেলে আপনার একাউন্ট বন্ধ হয়ে যাবে। এবং আপনার উপার্জিত টাকা আর পাবেন না। তাই আপনি বুঝে শুনে কাজ করবেন। শুধু মাত্র যেসকল কাজ আপনি পারবেন সে গুলিই ধরবেন। আর এই সাইটথেকে আর্নিয়ের যে ধারনাটি দিলাম তার লক্ষ মাত্রায় পৌঁছার জন্য আপনাকে সব কাজ করার প্রয়োজন হবে না। আজকে আমার লিস্টে আছে ৫৮টি কাজ। প্রতিদিন গড়ে ৪০ থেকে ৯০+ কাজ থাকে এখানে। কাজের রেট গুলি $.১০ থেকে শুরু করে $+ থাকে। আপনি যদি গড়ে দিনে ৩০টা কাজ করেন তাহলে গড়ে সম্ভবত এর রেট পড়বে $.২৫+ তাহলে আপনি গড়ে দিনে $.+ করে মাসে $২২৫ ইনকাম করতে পারেন। সত্যি কথা বলতে কি আমি যখন চাকরি করতাম তখন এরচেয়ে কম বেতন পেতাম। তাই বলে অতিউসাহিত হয়ে এখনি চাকরি ছেড়ে দেওয়ার প্রয়োজন নেই। অনলাইন আর্নিয়ের একটা বড় সমস্যা হচ্ছে লোকজন কাজের কনসেপ্টটা ক্লিয়ার না হয়ে আয়ের ব্যাপারে আগে ক্লিয়ার হয়। তাই ধুম করে চাকরি ছেড়ে দিয়ে বিপদে পড়ে যায়। আর অনলাইন আর্নিংয়ের ক্ষেত্রে একটি শব্দ প্রায় দেখবেন করপশ Kick your Boss এটা বিজ্ঞাপনের একটি ভাষা। এটা দেখে আপনি যদি আপনার বসকে কিক করে বসেন তাহলে কি অবস্থা হবে? তাই ভদ্র ভাবে আমরা বলে থাকি বসকে সালাম দেওয়া। আর যদি আপনি ভালবাবে বুঝে শুনে কাজ করতে পারেন। তাহলে শীগ্রই আপনার বস আপনার কাছ থেকে এরকম একটা সালাম পাবেন।

সাবধানতা বানীটির নিচে তিনটি বাটন আছে। প্রথমটি হচ্ছে most paying এই বাটনটিতে ক্লিক করলে যে কাজগুলির পারিশ্রমিক বেশী সেই অনুযায়ী লিস্টটি সিরিয়াল করা হয়। পরের বাটনটি latest এই বাটনে ক্লিক করলে নতুন আসা কাজ গুলি লিস্টের উপরের দিকে থাকবে। পরের বাটনটি হচ্ছে rating এই বাটনে ক্লিক করলে যে কাজগুলির রেটিং বেশী সেই কাজগুলি লিস্টের উপরের দিকে অবস্থান করবে। ডিফল্ট অবস্থায় most paying সিলেক্ট করা থাকে।  

তাবে আপনি নিজে নিজে কাজ শুরু করে দিতে পারেন