How to do start Profitclicking business

ProfitClicking একাউন্ট খুলতে কোন টাকা লাগে না ফ্রি`তে একাউন্ট খোলা যায়। একাউন্ট খোলার সাথে সাথে কোম্পানি আপনাকে $১০ ডলার ফ্রি দিবে। যা দিয়ে আপনি প্রথমে ব্যবসা শুরু করতে পারবেন। তারমানে আপনার একাউন্টে $১০ ডলার জমা হবে। এটা দেওয়ার কারণ হল আপনি একাউন্ট খুলুন ফ্রি $১০ ডলার দিয়ে ব্যবসা শুরু করুন, ব্যবসার ইনকাম, ও অন্যান্য সিস্টেম গুলো বুঝুন। তারপর যদি আপনি ব্যবসা করতে চান তাহলে আপনাকে Add Packege ক্রয় করতে হবে। Ad Package যা প্রতিটি দাম পড়বে $১০ ডলার এবং প্রতিটি Ad Package মেয়াদ হবে ৮১ দিন অর্থাৎ আপনাকে ২% হারে ৮১ দিন পর্যন্ত ইনকাম দিবে। উদাহরণঃ- আপনি যদি $১০০ ডলার দিয়ে ১০টি Ad Package ক্রয় করেন তবে প্রতিটি Ad Package প্রতিদিন ২% করে ৮১ দিন পর্যন্ত আপনাকে ইনকাম দিবে। তারপর আপনি যা ইনকাম করবেন তা সম্পর্ণটাই উত্তোলন করেতও পারেন ( নূন্নতম উত্তোলন ২০$ ডলার) আর যদি মনে করেন না আমি আরও ব্যবসা করব, ব্যবসা বৃদ্ধি করব, তাহলে কিছু উত্তোলন করবেন বাকি ইনকাম দিয়ে পূনরায় Ad Packege ক্রয় করবেন। Ad Packege ক্রয় করতে ডলার লাগবে। যদি আপনি ডলার ক্রয় করতে পারেন তাহলে ভাল। আর যদি না পান তাহলে ডলার ক্রয় করার জন্য আমার সাথে যোগাযোগ করতে পারেন। যত ডলার লাগবে দেওয়া যাবে। তবে যখন ডলার ক্রয় করবেন তখনকার চলতি রেটে ডলারের মূল্য পরিশোধ করতে হবে। ডলার ক্রয় করার আগে আপনার একটি লিবার্টি একাউন্ট থাকতে হবে। না থাকলে নতুন করে একটি লিবার্টি খুলবেন। বিস্তারিত জানতে আমার সাথে যোগাযোগ করুন। Profitclicking এ জয়েন করেত ----এখানে ক্লিক করুন

2 comments:

  1. ভাইয়া কেমন আছেন ? Profitclicking এর কি খবর ?

    ReplyDelete
  2. ভাই, Profitclicking এ Two ways to make money লেখা দেখলাম ব্যাপারটা বুঝতে পারলাম না। একটু ভাল করে বলবেন কি?

    ReplyDelete

Thank you for your good comment.