প্রিয় প্রফিটক্লিকং ব্যবসায়ী আপনারা যারা প্রতিদিনের ইনকাম পাচ্ছেন না। তারা খুব তাড়াতাড়ি ইনকাম পাবেন। এখন ও সার্ভার আপডেট এর কাজ চলছে। তাই যাদের আগের Position গুলো আছে তারা সেগুলোর ইনকাম আপাতত পাবে না। আর যারা নতুন Ad Package ক্রয় করেছে তারাই শুধু এখন ইনকাম পাচ্ছে। এছাড়া ProfitClicking ব্যবসায় এখন থেকে ইনকাম করতে হলে প্রতিদিন ৩টি এ্যাড দেখতে হবে। তা না হলে আপনারা প্রতিদিনের ইনকাম প্রতিদিন পাবেন না। এ্যাড দেখলেই কেবল ইনকাম পাবেন। ডলার উত্তোলন এর ব্যাপারেও কাজ চলছে আশা করা যায় ২-৩ দিনের মধ্যে সব ঠিক হবে।
No comments:
Post a Comment
Thank you for your good comment.