গুগল এডসেন্স বিষয়ে কিছু গরুত্বপূণ তথ্য পৃষ্ঠা-২
কাজেই Google
Adsense থেকে দ্রুত টাকা আয় হবে এমন ধারনা থেকে শতর্ক থাকুন। বরং আপনি যা করতে পারেন
তা হচ্ছে,
এখনই শুরু
করুন। কয়েক মাস কিংবা বছর পর
সাফল্য পেতে শুরু করবেন।
শুরুতে Google Adsense থেকে উপার্জন সামান্য মনে হতেই পারে। কিন্তু ভুল থেকেই শিক্ষা লাভ করতে হয়। প্রতিদিনের ভুল থেকে শিক্ষা নিয়ে প্রতিদিন উন্নতির চেষ্টা করুন। আপনার ওয়েবসাইটে ভিজিটরের সংখ্যা, তাদের ধরণ, উতস, তাদের ব্যবহার করা কি-ওয়ার্ড ইত্যাদি বিশ্লেষণ করে আপনার সাইটে পরিবর্তন আনুন।
কি পরিমান সময় ব্যয় করা হচ্ছে এবং কি পরিমাণ অর্থ পাওয়া যাচ্ছে এই দুইয়ের হিসেব শুরুতেই মেলাবেন
না। বর্তমানের সমস্ত কাজই
ভবিষ্যতের জন্য বিনিয়োগ মনে করে কাজ করে গেলে সাফল্য পাওয়া সম্ভব। ভুলে যাবেন না বাস্তবে
অন্যান্য
ব্যবসার
ক্ষেত্রে সবাই লাভের আশা করে শুরু করে, সবাই লাভ করে না।
আপনার সাইটের বিষয় কি এটা গুরুত্বপুর্ন
ভুমিকা রাখে ভিজিটর আসার ক্ষেত্রে। যেমন এই মুহুর্তে আপনি মনে করতে পারেন
অনলাইনে অর্থ উপার্জন,
ইন্টারনেট
থেকে সহজে আয় করার
পদ্ধতি, Google Adsense থেকে আয় করার পদ্ধতি
ইত্যাদি বিষয় নিয়ে লিখলে আপনার সাইটে বেশি ভিজিটর পাওয়া যাবে।
কথাটা কিছুটা ঠিক। এই কি-ওয়ার্ড লিখে
একবার গুগল সার্চ করে দেখুন তো। ফল হিসেবে পাওয়া যাবে বহুকোটি
সাইটের নাম। এদের সকলের সাথে আপনাকে প্রতিদ্বন্দিতা করতে হবে। এদের সবাইকে পেছনে ফেলে
সার্চ রেজাল্টে প্রথম ১০ জনের মধ্যে আসা সত্যিকারের কঠিন কাজ।
এমন বিষয় বেছে নিন যে বিষয়ে আপনি ভাল জানেন, সেইসাথে লক্ষ্য রাখুন
অন্যরা সেই সাইট থেকে উপকৃত হয়।
এই বিষয়ে অন্যান্য সাইটগুলি দেখুন। সেখানে যাকিছু ভাল সেটা
অনুকরণ করুন। সেই বিষয়কে ভালবাসুন।। আপনার সাইটে তার
প্রতিফলন ঘটান। সেই সাথে বক্তব্যকে জোরালো করুন।
মোটকথা, Google
Adsense ব্যবহার করে বেশি পরিমান আয় করতে চাইলে আপনার
ওয়েবসাইটে এমন বিষয় রাখার ব্যবস্থা করুন যে বিষয়গুলি আপনি সবচেয়ে
ভাল জানেন।
ইন্টারনেট থেকে আয় : গুগল এডসেন্স এর অজানা তথ্য - ৩
ফ্রিহোষ্টিং বনাম পেইড
হোষ্টিং
গুগলের বিনামুল্যের ব্লগ ব্যবস্থা ব্লগার (www.blogger.com) ব্যবহার করে নিজস্ব সাইট তৈরী করা খুব সহজ। ব্লগার ব্যবহারের জন্য
আপনাকে বিশেষ কিছু জানা
প্রয়োজন হয় না, সহজেই Google Adsense যোগ করা যায়। অন্যদিকে ওয়েবসাইট তৈরী জন্য
রয়েছে ওয়ার্ডপ্রেস (wordpress) সহ নানাধরনের সফটঅয়্যার। এগুলির সাথে Google Adsense ব্যবহারের জন্য নিজস্ব
ডোমেন রেজিষ্ট্রেশন করতে হয়, সার্ভার ভাড়া করতে হয়। প্রশ্ন করা স্বাভাবিক
কোনটি পছন্দ করবেন।
নিজস্ব ডোমেন এবং হোষ্টিং এর খরচ যেমন রয়েছে তেমনি
সুবিধে অনেক বেশি। এই সফটঅয়্যারগুলি ব্যবহার করে এমন অনেক কাজ করা
যায় যা ব্লগারে করা যাবে না। যেমন আপনি যদি আপনার সাইটে একটি মেসেজ বোর্ড
যোগ করতে চান, সেটা ব্লগারে করা যাবে না।
তারচেয়েও বড় কথা, ব্লগার বিনামুল্যের। তারা সবসময় আপনাকে সেবা
দিয়েই যাবে এমন কথা নেই। যে কোন সময় আপনার সাইট মুছে দিতে পারে তারা। যেহেতু তাদের কোন দায়বদ্ধতা নেই সেহেতু
আপনার বলার কিছু নেই।
কাজেই, এডসেন্স ব্যবহার করে (বা অন্য কোনভাবে) ওয়েব
সাইট থেকে আয় করতে চাইলে তাকে ব্যবসা হিসেবে দেখুন এবং নিজস্ব ডোমেন-হোষ্টিং
ব্যবহার করুন।
অবশ্যই আপনি ব্লগার দিয়ে শুরু করতে পারেন
অভিজ্ঞতা সঞ্চয়ের জন্য। পরে তাকে অন্য যায়গায় সরাতে পারেন।
হোষ্টিং সার্ভিস পছন্দের
বিষয়টিও ঝুকিপুর্ন মনে হতে পারে। অনেক ছোট হোষ্টিং সার্ভিস নিজেদের ব্যবসা
গুটিয়ে সরে গেছে এমন উদাহরণ রয়েছে। কাজেই প্রতিষ্ঠিত হোষ্টিং সার্ভিস এর জন্য যোগাযোগ করাই ভাল। সার্ভার কোন দেশে সেটা যেহেতু কোন বিষয়
না সেহেতু বিশ্বের
যে কোন
যায়গার সার্ভার ব্যবহার করতে পারেন। বিশ্বের সেরা হোষ্টগুলির তথ্য পেতে পারেন
ইন্টারনেটে সার্চ
করেই।
এবার হয়তো আপনি এডসেন্স থেকে আয়
করার জন্য সুবিধেজনক বিষয় ঠিক করেছেন, ওয়েবসাইট তৈরী করেছেন, ডোমেন রেজিষ্ট্রেশন
করেছেন, তাকে সাভারে আপলোড
করেছেন। এখন আয় করার জন্য আপনাকে Google Adsense রেজিষ্ট্রেশন করতে হবে।
আগামী (শেষ) পর্বে Google Adsense এর মাধ্যমে কিভাবে
ইনকাম করবেন তা লেখা হবে। ধন্যবাদ।
গুগলের বিনামুল্যের ব্লগ ব্যবস্থা ব্লগার (www.blogger.com) ব্যবহার করে নিজস্ব সাইট তৈরী করা খুব সহজ। ব্লগার ব্যবহারের জন্য
আপনাকে বিশেষ কিছু জানা
প্রয়োজন হয় না, সহজেই Google Adsense যোগ করা যায়। অন্যদিকে ওয়েবসাইট তৈরী জন্য
রয়েছে ওয়ার্ডপ্রেস (wordpress) সহ নানাধরনের সফটঅয়্যার। এগুলির সাথে এডসেন্স
ব্যবহারের জন্য নিজস্ব ডোমেন রেজিষ্ট্রেশন করতে হয়, সার্ভার ভাড়া করতে হয়। প্রশ্ন করা স্বাভাবিক
কোনটি পছন্দ করবেন।
নিজস্ব ডোমেন এবং হোষ্টিং এর খরচ যেমন রয়েছে তেমনি
সুবিধে অনেক বেশি। এই সফটঅয়্যারগুলি ব্যবহার করে এমন অনেক কাজ করা
যায় যা ব্লগারে করা যাবে না। যেমন আপনি যদি আপনার সাইটে একটি মেসেজ বোর্ড
যোগ করতে চান, সেটা ব্লগারে করা যাবে না।
তারচেয়েও বড় কথা, ব্লগার বিনামুল্যের। তারা সবসময় আপনাকে সেবা
দিয়েই যাবে এমন কথা নেই। যে কোন সময় আপনার সাইট মুছে দিতে পারে তারা। যেহেতু তাদের কোন দায়বদ্ধতা নেই সেহেতু
আপনার বলার কিছু নেই।
কাজেই, Google
Adsense ব্যবহার করে (বা অন্য কোনভাবে) ওয়েব সাইট থেকে আয় করতে
চাইলে তাকে
ব্যবসা
হিসেবে দেখুন এবং নিজস্ব ডোমেন-হোষ্টিং ব্যবহার করুন।
অবশ্যই আপনি ব্লগার দিয়ে শুরু করতে পারেন
অভিজ্ঞতা সঞ্চয়ের জন্য। পরে তাকে অন্য যায়গায় সরাতে পারেন।
হোষ্টিং সার্ভিস পছন্দের
বিষয়টিও ঝুকিপুর্ন মনে হতে পারে। অনেক ছোট হোষ্টিং সার্ভিস নিজেদের ব্যবসা
গুটিয়ে সরে গেছে এমন উদাহরন রয়েছে। কাজেই প্রতিষ্ঠিত হোষ্টিং সার্ভিস এর জন্য যোগাযোগ
করাই ভাল। সার্ভার কোন দেশে সেটা যেহেতু কোন বিষয়
না সেহেতু বিশ্বের
যে কোন
যায়গার সার্ভার ব্যবহার করতে পারেন। বিশ্বের সেরা হোষ্টগুলির তথ্য পেতে পারেন
ইন্টারনেটে সার্চ
করেই।
No comments:
Post a Comment
Thank you for your good comment.