Whey Profitclikcing is not PTC site-2

  প্রফিটক্লিকং কেন পিটিসি সাইট নয়? পৃষ্ঠা-২
 
প্রতেকটি রিয়েল বিজনেস প্রতিষ্ঠানের কিছু রিয়েল ডকুমেন্ট, শত, প্রতিষ্ঠাতা পরিচালক,চেয়ারম্যান, ম্যানেজমেন্ট টিম, ইত্যাদি থাকে। তেমনি Profitclicking কোম্পানিররিয়েল ডকুমেন্ট, শত, প্রতিষ্ঠাতা পরিচালক, চেয়ারম্যান, ম্যানেজমেন্ট টিম, আইটি টিম ইত্যাদি সেকশনে বিভিন্ন কমী কাজ করে। তার মানে তারা এটিতে চকুরী করে। কারণ ভালভাবে ব্যবসা পরিচালনা করতে হলে সুনিদিষ্ঠ সেকশন ওয়ারী কমী থাকতে হয় যা  এই Profitclicking  কোম্পানির আছে। আপনি জানেন কি না ? Profitclicking যখন ২০০৪ সালে প্রথম যাত্র শুরু করে তখন এর নাম ছিল Justbeenpaid (এর প্রতিষ্ঠাতা পরিচালক Fadrick Man) যা পৃথিবীর সবচেয়ে রিয়েল ও আলোচিত ইনকাম সাইট। এই Justbeenpaid রিয়েল থাকার কারণে প্রতিদিন হাজার হাজার নতুন সদস্য এতে জয়েন করত এবং ব্যবসা করত। ফলে তখন যে সাভারে এই সাইটি তৈরী করেছিল সেটি ছিল অনেক ছোট ধরণের সাভার। যার ফলে দ্রুত সদস্য সংখ্যা বাড়ার কারণে এটির কাযক্রম খুব ধীর গতি হয়ে পড়েছিল। ফলে সদস্যদের ইনকাম দিতে, ডলার উত্তোল ইত্যাদি জন্য সময় বেশি লাগতে শুরু করেছিল। এই সমস্য দুর করণের জন্য Justbeenpaid (বতমানে Proficlicking) ২০১০ সালে এর সাভার কিছুটা সংশোধন করে। ফলে ২০১১সাল পযন্ত ভাল থাকার পর এর সদস্য সংখ্যা আর বিপুল পরিমাণে বেড়ে যাওয়ার কারণে আবার একটু ধীর গতি হয়ে পড়তে ছিল। বুঝতেই পারছেন যে, আপনি যদি প্রতিদিন যে টুকু খাবার খান অন্য একদিন যদি তার চেয়ে বেশি পরিমান খান তাহলে যেমন আপনার সমস্য সৃষ্টি হবে তমনি ইন্টারনেট সাভারও। আর তা ছাড়াও চাকুরী মানে অবসর তা সকলে জানে। যার প্রেক্ষিতে Fadrick Man এর অবসর সময় শেষ হওয়া ও সাভার কে আর ব্যাপক হারে আপডেট করার লক্ষে ২০১২ সালে এই কোম্পানি তার নামসহ যাতীয় কাযক্রম পরিবতন করে । ফলে বতমানে এর নাম হল Profitclicking । এই Profitclicking পূবের Jusbeenpaid এর চেয়ে ব্যপক সাভার যোগ করে এবং ইনকামের সিস্টেম পরিবতনসহ অনেক কিছু পরিবতন করেছে তার সদস্যদের কথা বিবেচনা করে। তারমানে Justbeenpaid is Now Profitclicking এই সম্পকেআরো ব্যাপক তথ্য এই সাইটের লিংক গুলো ক্লিক করে জেনে নিনএই লেখার মূল বিষয় হল যে, Profitclicking  তার সদস্যদের দৈনিক ইনকাম ছাড়াও অতিরিক্ত ইনকাম এর জন্য অনেক সুবিধার বা নতুন সিস্টেট চালু করেছে। তার মধ্যে সবচেয়ে বড় সিস্টেম হল Profitclicking সদস্যদের যদি কোন নিজিস্ব ওয়েব সাইট থাকে তা বিনা মূলে তারা বিজ্ঞাপন দেওয়ার সুয়োগ দিবে। তার মানে আপনার যদি একটি ওয়েব সাইট থাকে তাহলে আপনি সেই সাইটি বিনামূলে বিজ্ঞাপন বা ব্যাকলিং করতে পারবেন। আর আপনার সাইট যাতে সবাই দেখেত পায় সেজন্য Proficlicking তাদের নিজিস্ব এইটি সিস্টেম হল Vew adds। তার মানে আপনাকে প্রতিদিন ৩টি করে Vew adds দেখতে হবে। আপনি ইচ্ছ করলে প্রতিদিন না দেখে রিজাভ করে রাখেত পারেন সেখান হতে প্রতিদিন ৩টি করে Vew adds তারা কেটে নেবে এবং আপনাকে ডেইলি ইনকাম দিবে( তার আগে অবশ্যই ইনভেস্ট করতে হবে) এই Vew adds সিস্টেম দেওয়ার করণ হল আপনার সাইট অন্য একজন সদস্য দেখছে আর তাতেও আপনি ইনকাম করতে পারছেন সে সুয়োগও আপনাকে দিচ্ছে। তারমানে হচ্ছে সম্পণ সিস্টেম টা করা তাদের সদস্যদের জন্য। আপনি যদি Vew adds না করেন তাহলে তো যে সদস্যরা তদের সাইট সাবমিট করবে তাদের সাইট আপনি দেখেত পারবেন না। সে জন্য বাধ্যতা মূলক Vew adds করতে হবেই। এর ফলে আপনি সেই সাইট টি ক্লিক করছেন যার কারনেই এর নাম হয়েছে  Proficlicking.  তার পরেও কি আপনি বলবেন যে Profitclicking একটি পিটিসি সাইট। আপনার এ ধারণা ভুলে যান মনে করুন Profitclicking কোন পিটিসি সাইট নয়। যদি সঠিক একটি বিজনেস করেত চান তাহলে আজই জয়েন করুন Profitclicking। কোন চিন্তা ছাড়াই কোম্পানির নিয়ম অনুযায়ী ইনকাম করতে থাকুন। বিস্তারিত জানতে সাইটি ভালভাবে ভিজিট করন। ধন্যবাদ।
Support:
Outsourcing Earning Tips Team

No comments:

Post a Comment

Thank you for your good comment.