Whey Profitclikcing is not PTC site


প্রফিটক্লিকং কেন পিটিসি সাইট নয়?

পৃথিবীর একটি বৃহত্তম অনলাইন ইনকাম ইনভেস্ট সাইট Profitclicking নামটি শুনলে হয়তো আপনার মনে হবে এটি একটি PTC সাইট। আর এ PTC সাইট এর কথা শুনলেই বতমানে বাংলাদেশের মানুষ ভূয়া মনে করে থাকে। তবে আমিও এটাকে ভূয়া মনে করি। তবে এটাও আপনাদেরকে মনে রাখতে হবে যে, শুধু মাত্র Click থাকলেই PTC সাইট হয় না। বাংলাদেশে এমন এক সময় এসেছিল যে সময় মানুষ PTC সাইট গুলের থেকে বেশি ইনকামের আশায় হাজার হাজার টাকা ইনভেস্ট করে প্রতরণার স্বীকার হয়েছে। এর কারণ এই পিটিসি সাইট গুলোর আয় দেয়ের পরিমাণ ছিল বেশি। আপনার কি কখনো বিশ্বাস হয় যে, প্রতিদিন ১০০ বা ৫০ টি Click করলেই আপনি ১$ বা ১.৫০$ ডলার ইনকাম করতে পারবেন। Outsourcing জগতে টাকা ইনকাম করা যায় তবে এত সহজ নয় যে Click করলেই এত বেশি পরিমাণ টাকা ইনকাম করেত পারবেন। বাংলাদেশে এরকম সিসেস্টম এখনও চালু হয় নাই যে আপনার ইনভেস্টের টাকা দিয়ে কোম্পানি বিজনেস করে এত বেশি পরিমাণ ইনকাম আপনাকে দিবে। আপনি যদি ইতোপূবে পিটিসি Click এর কাজ করে থাকেন তবে যার কাছ থেকে এই Click সাইটের কাজ নিয়ে ছিলেন তাকে কি কখনো জিজ্ঞাসা করেছিলেন যে, তাদের মূল ইনকামের সোস কি ? কোথা হতে এত বেশি পরিমান ইনকাম তারা তাদের সদস্যদের দিয়ে থাকে ? তারা এর কোন সঠিক উত্তর আপনাকে দিতে পারবে না। আমি নিজেও একটি PTC সাইটকে প্রশ্ণ করেছিলাম তারা কোন উত্তর দিতে পারে নাই বরং তারা বলে যে কোম্পানি এভাবে চলছে আমরাও চালাচ্ছি। আপনিই বলেন এটা কোন সঠিক উত্তর হল, আপনি যে ব্যবসায় হাজার হাজার টাকা ইনকাম করবেন সে ব্যবসার ইনকামের সোস সম্পকেই যদি নাই জানেন তবে ব্যবসা করবেন কিভাবে। আর এটি না বুঝে মানুষ PTC সাইট গুলোতে হাজার হাজার টাকা ইনভেস্ট করে প্রতরণার স্বীকার হচ্ছে। যার ফলে Outsourcing জগতে যে রিয়েল কিছু আছে তা মোটেও আর কেউ বিশ্বাস করতে চায় না।

        একথা গুলো বলার কারণ হল যে, ‍‍‍Profitclicking সাইট মানে পিটিসি সাইট নয় এটি বোঝার জন্য। আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হল Profitclicking সাইট মানে পিটিসি সাইট নয়। আপনার হয়তো মনে হতে পারে Profi=লাভ, এবং Click= পিটিস সাইটের এর মত কাজ করা তার মানে ক্লিক করে লাভ করা ইত্যাদি। Proficlicking সম্পকে আপনার এ ধারণা মোটেই সঠিক নয়।


No comments:

Post a Comment

Thank you for your good comment.